ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামায। রাসূলে কারীম ﷺ ইসলামের বুনিয়াদী পাঁচ রুকনের মধ্যে নামাযকে দ্বিতীয় রুকন সাব্যস্ত করেছেন। একজন মুসলমান – নারী হোক বা পুরুষ , নামাযের পরিপূর্ণ ফযীলত ও বরকত লাভ তখনই করতে পারবে, যখন নামাযের প্রয়োজনীয় মাসাইল ও আহকাম সম্পর্কে পূর্ণ অবগত হবে।
নামায নিয়ে আমাদের বহু প্রশ্ন আছে। আছে নানান খটকা। সব প্রশ্নের উত্তর সব জায়গায় পাওয়া যায় না। দ্বিতীয় কিছু বিষয় আছে লজ্জায় জিজ্ঞেস করতে পারি না। তাই ওযু থেকে শুরু করে সালাম ফেরানোর আগ পর্যন্ত নামাযের যাবতীয় বিষয় নিয়ে এখানে ধরে ধরে আলোচনা করা হয়েছে। কোনো বিষয়ের চুল পরিমাণও বাদ দেননি লেখক। এজন্যই এটিকে নামাযের এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ বলা যায়। নামায সম্পর্কিত মাসায়েলের দলিলভিত্তিক বৃহত্তর সংকলন। নামাজ সম্পর্ক A-Z জানতে এটাই আমাদের দেশে প্রকাশিত এই পর্যন্ত বৃহৎ এবং বিস্তৃত বই।
(0) Rated Products