সম্পাদক : আহমাদ ইউসুফ শরীফ
আমি এ বইটি আমার মেয়ের জন্য কিনেছিলাম। তারপর আমিও এই বই থেকে অল্প কিছু অংশ পড়ি। তখন অতীত-বর্তমানের অনেক দুঃখের স্মৃতি আমার মনে পড়ে যায়। আমি মনে মনে বললাম, আমার এখন চল্লিশোর্ধ বয়স, আমি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, তবুও আমি অনেক দুঃখী।
(0) Rated Products